|
গোবরের মশাল |
গোবরের মশাল। গ্রামীণ জ্বালানির এক অবিচ্ছেদ অংশ। সারাবছর তো বটেই বিশেষ করে ভেজা মৌসুমে বা বর্ষাকালে যখন জ্বালানি কাঠ জোগাড় মুশকিল হয়ে যায় তখন দারুণ কাজে দেয় এই মশাল। গরুর গোবর বা বিষ্ঠা অল্প পানিতে মিশিয়ে মন্ড তৈরি করে পাটকাঠির উপরে প্রলেপ আকারে দিয়ে তারপর তা শুকানো হয়। ভালো রোদ পেলে ৩-৪ দিনেই তৈরি হয়ে যায় বিশেষ এই গ্রামীণ জ্বালানি। এতে লাগে না কোনো যন্ত্রের ব্যবহার। শুধু প্রয়োজন তৈরির প্রক্রিয়া শিখে নেয়া। গ্রামের নারীরা সে দক্ষতা অর্জন করে আসছে তাদের পূর্বসূরীদের কাছ থেকে। যা বহমান প্রজন্ম থেকে প্রজন্মে।
ঝিকরগাছা জনপদের গ্রামের দৃশ্যপটে হরহামেশাই দেখা মেলে গোবরের মশালের। প্রাচীন কাল থেকে এ জনপদে গরুর মশাল তৈরি ও ব্যবহার করতে দেখা যায়। যদি সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলেও LPG সিলিন্ডার কিংবা বিদ্যুৎচালিত রান্নার সরঞ্জামের সহজলভ্যতায় অনেকাংশেই কমেছে মশালের ব্যবহার।
টীকা : হাড়িয়াদেয়াড়া, ঝিকরগাছা থেকে তোলা ছবি।