উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা, যশোর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা, যশোর

স্বাধীনতার পূর্বে আইয়ুব খানের আমলে সর্বপ্রথম এখানে (ঝিকরগাছাতে) একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়। যা পরবর্তীতে ১৯৭৮ সালের ২২ এপ্রিল স্বাস্থ্যকেন্দ্রটি 'থানা স্বাস্থ্যকেন্দ্র ও পল্লী চিকিৎসক শিক্ষাকেন্দ্রে উত্তীর্ণ হয়। উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রি অধ্যাপক এম এ মতিন।
১৯৮২ সালে উপজেলা পরিষদ চালুর পর থেকে এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে পরিচালিত হয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাসমূহ

১) আউটডোর সেবা : শনিবার থেকে বৃহঃস্পতিবার পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতিত) নিয়মিত আউটডোরে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

২) ইনডোর সার্ভিস : প্রতিদিন ২৪ ঘণ্টা ইনডোরে চিকিৎসা সেবা দেওয়া হয়। সকল ধরনের রোগী সহ প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৩) প্রসূতি সেবা : এনএসসি সেবা, পিএনসি সেবার পাশাপাশি নিরাপদে স্বাভাবিক প্রসব সেবা ও জরুরী প্রয়োজনে সিজারিয়ান সেকশন সার্জারির মাধ্যমে প্রসবের ব্যবস্থা।

৪) জরুরি বিভাগ : প্রতিদিন ২৪ ঘন্টা জরুরী বিভাগে সেবা প্রদান করা হয়


ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু বিশেষ সেবাসমূহ
  • ২০০৯ সাল হতে প্রসূতিসেবার বিভিন্ন অস্ত্রোপ্রচার নিয়মিতভাবে করা হচ্ছে।
  • ২০১৩ সাল হতে জেনারেল সার্জারী বিভিন্ন অস্ত্রোপ্রচার করা হয় ।
  • ২০১৮ সাল হতে এনসিডি কর্নার থেকে উচ্চরক্তচাপ জনিত এবং ডায়বেটিস রোগের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
  • ২০২০ সাল হতে যক্ষ্মারোগ নির্ণয়ের জন্য সর্বাধুনিক পরীক্ষা জিন এক্সপার্ট চালু করা হয়।
  • ২০২০ সালের মার্চ মাস হতে কোভিড-১৯ রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।
  • ২০২১ সালের জুন মাস হতে ৩০ শয্যাবিশিষ্ট করোনা ওয়ার্ড চালু করা হয়।
  • ২০২১ সাল হতে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হচ্ছে।
  • নিয়মিত বিভিন্ন ধরনের ল্যাবরেটরি ও রেডিওলজিক্যাল সেবা প্রদান করা হয়।

ঠিকানা ও যোগাযোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা, যশোর
পদ্মপুকুর, মোবারকপুর, ঝিকরগাছা, যশোর
e-mail: jhikargacha@uhfpo.dghs.gov.bd
টেলিফোন: ০৪২২৫-৭১৩৩৩
মোবাইল: ০১৮১৮-২২৯৭৭৩

কীভাবে যাবেন?
ঝিকরগাছা বাসস্ট্যান্ড থেকে ভ্যানে অথবা ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ১০টাকা। 

কর্মকর্তাবৃন্দ

ডাঃ মোঃ রশিদুল আলম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঝিকরগাছা,যশোর
মোবাইল : 01742374379
ফোন (অফিস) : 04225-71333
ইমেইল : jhikargacha@uhfpo.dghs.gov.bd
ব্যাচ (বিসিএস) : ৩৩
যোগদানের তারিখ : ২২ এপ্রিল ২০২১


ডাঃ মোঃ সাইফুর রহমান
মেডিকেল অফিসার
মোবাইল : 01710613773
ফোন (অফিস) : 04225-71333
ইমেইল : faisalsomc47@gmail.com
ব্যাচ (বিসিএস) : ৩৮
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।