কাল বৈশাখী
• হোসেনউদ্দীন হোসেন •
বোশেখের রোদ্দুরে
কাঠ ফাঁটে
মাঠ ফাঁটে
পকড়ার ফল ফাঁটে
হাওয়ায় ভাসতে ভাসতে
নাচতে নাচতে
দূরদিগন্তে যাচ্ছে উড়ে শাদা তুলো
ঘুরঘুর ঘুরছে ঘূর্ণি হাওয়া
এলোমেলো
বৃক্ষের ঝেড়ে ফেলা ঝরে যাওয়া
ভূতলে পড়ে থাকা
পাতাগুলো
উড়ে গেলো
খিলখিল হাস্যে
লাশ্যে
প্রকাশ্যে
পথ আর প্রান্তরে
ঝাপিয়ে
নিজেকে ছাড়িয়ে দিয়ে
উড়ছে ধূলো
মাটি ভাঙা
শুকনো ডাঙা
ছুটে আসে খরবায়ু
নাগিনীর শ্বাস
গ্রামগুলো পুড়ছে
অগ্নিদাহে
চারিদিকে রৌদ্রের ত্রাস
নৈঋতে গুমোট মেঘ
বাতাসের উদ্বেগ
মেঘে মেঘে নাচানাচি
তর্জন গর্জন
বিদ্যুৎ ঝলকায়
চৌচির আকাশ
প্রচণ্ড আক্রোশে
ভাঙছে ঘরবাড়ি
উড়ছে ডালপালা
ধূলোবালি খড়
ভাঙতে ভাঙতে যাচ্ছে অন্তরে মত্ত
কালবৈশাখী ঝড়