[কবিতা] বিষাননী • দুলাল চক্রবর্তী

[কবিতা] বিষাননী • দুলাল চক্রবর্তী


দুলাল চক্রবর্তী
বিষাননী

হে বৈশাখ (নব বধূ যেমনি বরণে;
অবিচ্যুত সম্ভাষণে অতি চমৎকারে,
অদ্বন্দ্বে রমণীকুল অঙ্গুলি কম্পনে-
দুলাইয়া মৃদু অঙ্গ লুহাস্য অধরে)
এ বঙ্গবাসী তোমারে তেমনি বরণে।
সাজিয়া বিবিধ রূপে, তোমার মোহিতে;
আদিত্যের খরতাপে সর্বাঙ্গ দহনে,
মনোরম নৃত্যে আর বৈশাখী সঙ্গীতে।

তোমারে বরি সবাই বিবিধ যতনে;
অক্লান্ত আনন্দভরে দিবস রজনী,
তোমার শোভা সৌহার্দ্দে এ বঙ্গ শোভনে।
কিন্তু আমি দুঃখি, দেখি তব আচরণি;
বিনাশে সুখ সমৃদ্ধি অতি নিদারুণে!
কোন দুখে হও তুমি বিনাশ বদনী ?


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।