বিষাননী
হে বৈশাখ (নব বধূ যেমনি বরণে;
অবিচ্যুত সম্ভাষণে অতি চমৎকারে,
অদ্বন্দ্বে রমণীকুল অঙ্গুলি কম্পনে-
দুলাইয়া মৃদু অঙ্গ লুহাস্য অধরে)
এ বঙ্গবাসী তোমারে তেমনি বরণে।
সাজিয়া বিবিধ রূপে, তোমার মোহিতে;
আদিত্যের খরতাপে সর্বাঙ্গ দহনে,
মনোরম নৃত্যে আর বৈশাখী সঙ্গীতে।
তোমারে বরি সবাই বিবিধ যতনে;
অক্লান্ত আনন্দভরে দিবস রজনী,
তোমার শোভা সৌহার্দ্দে এ বঙ্গ শোভনে।
কিন্তু আমি দুঃখি, দেখি তব আচরণি;
বিনাশে সুখ সমৃদ্ধি অতি নিদারুণে!
কোন দুখে হও তুমি বিনাশ বদনী ?
হে বৈশাখ (নব বধূ যেমনি বরণে;
অবিচ্যুত সম্ভাষণে অতি চমৎকারে,
অদ্বন্দ্বে রমণীকুল অঙ্গুলি কম্পনে-
দুলাইয়া মৃদু অঙ্গ লুহাস্য অধরে)
এ বঙ্গবাসী তোমারে তেমনি বরণে।
সাজিয়া বিবিধ রূপে, তোমার মোহিতে;
আদিত্যের খরতাপে সর্বাঙ্গ দহনে,
মনোরম নৃত্যে আর বৈশাখী সঙ্গীতে।
তোমারে বরি সবাই বিবিধ যতনে;
অক্লান্ত আনন্দভরে দিবস রজনী,
তোমার শোভা সৌহার্দ্দে এ বঙ্গ শোভনে।
কিন্তু আমি দুঃখি, দেখি তব আচরণি;
বিনাশে সুখ সমৃদ্ধি অতি নিদারুণে!
কোন দুখে হও তুমি বিনাশ বদনী ?