ঝিকরগাছার টুকরো ইতিহাস ০০২
রবীন্দ্রনাথ ঠাকুরের স্বনামে প্রথম কবিতা প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। যে পত্রিকার জন্ম হয়েছিল ঝিকরগাছার অমৃতবাজার গ্রামে (ডহর মাগুরা)।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা "অভিলাষ" প্রকাশিত হয় ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায়। তবে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছাপা হয়নি।
পরবর্তীতে ১৮৭৫ সালের ২৬শে ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকায় প্রথমবারের মতো তার স্বনামে কবিতা প্রকাশিত হয়। কবিতাটির নাম ছিল 'হিন্দুমেলার উপহার'। সে সময়ে তাঁর বয়স ছিল তেরো বছর আট মাস।
উল্লেখ্য অমৃতবাজার পত্রিকা ঝিকরগাছার অমৃতবাজার (ডহর মাগুরা) গ্রাম থেকে ১৮৬৮ সালে শিশির কুমার ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা হিসাবে যাত্রা শুরু করে। ১৮৭১ সাল থেকে যা কোলকাতা থেকে ইংরেজি দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতো।