ঝিকরগাছার টুকরো ইতিহাস ০০১
একদা ঝিকরগাছা জনপদ দুটি পৃথক জেলায় বিভক্ত ছিল। নদের পশ্চিমপাড় অর্থাৎ বর্তমান পারবাজার থানারমোড় অংশ ছিল নদীয়া জেলা ভুক্ত এবং পূর্বপাড় অর্থাৎ বাজারের অংশটি ছিল যশোর জেলাধীন। কপোতাক্ষ নদ ছিল যশোর ও নদীয়া জেলার মধ্যকর সীমানা। ১৮৬৩ সালে বঁনগাকে যশোর জেলা ভুক্ত করা হলে কপোতাক্ষ নদের পশ্চিম অংশ যশোর জেলাধীন হয়।