২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (বুধবার, ০৮ ফেব্রুয়ারী)। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। উক্ত ফলাফলে কেমন করেছে ঝিকরগাছা'র শিক্ষার্থীরা? চলুন জেনে নেয়া যাক।
একনজরে ঝিকরগাছা উপজেলার ফলাফল
মোট শিক্ষার্থী ৯৬৩ (বাণিজ্য : ৬১, মানবিক : ৮৩০, বিজ্ঞান : ৭২)। উত্তীর্ণ ৮০৭। অনুত্তীর্ণ ১৫৬। পাশের হার ৮৩.৮ শতাংশ। GPA5 : ১৩২। GPA5 প্রাপ্তির হার ১৩.৭%।
পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে সেরা কলেজ - সম্মিলনী মহিলা কলেজ। পাশের হার ৯১.৮৬% এবং জিপিএ-৫ ৬০জন।
একনজরে যশোর বোর্ডের ফলাফল
মোট শিক্ষার্থী ৯৮৩৬২ জন (৫০২৪৪ জন ছাত্র এবং ৪৮১১৮ জন ছাত্রী)। মোট পাশ ৮২৫২৯ জন। (৪০৮৩৬ জন ছাত্র এবং ৪১৬৯৩ জন ছাত্রী)। পাশের হার ৮৩.৯%। মোট জিপিএ5 ১৮৭০৬ (৮০১৪ জন ছাত্র এবং ১০৬৯২ জন ছাত্রী)।
যশোর বোর্ডে গতবারের তুলনায় পাশের হার কমলেও জিপিএ৫ প্রাপ্তির দিক থেকে আছে ২য় অবস্থানে।
কলেজভিত্তিক ঝিকরগাছার ফলাফল
সরকারি শহীদ মশিউর রহমান কলেজ
বাণিজ্য: পাশ=১০; উত্তীর্ণ হয়নি = ১২; GPA5=৩;
মানবিক: পাশ=১৭২; উত্তীর্ণ হয়নি = ৪১; GPA5=১০;
বিজ্ঞান: পাশ=১১; উত্তীর্ণ হয়নি=২; GPA5=২;
রঘুনাথ নগর বিদ্যালয়
বাণিজ্য: পাশ=৯; উত্তীর্ণ হয়নি=১;
মানবিক: পাশ=৫৩; উত্তীর্ণ হয়নি = ১৩; GPA5=৭;
বিজ্ঞান: পাশ=৮; GPA5=৪
ঝিকরগাছা মহিলা কলেজ
বাণিজ্য: পাশ=৩;
মানবিক: পাশ=৮৭; উত্তীর্ণ হয়নি = ১৪; GPA5=১৯;
বিজ্ঞান: পাশ=৫; উত্তীর্ণ হয়নি=১; GPA5=১;
সম্মিলনী মহিলা কলেজ
বাণিজ্য: পাশ=১৬; উত্তীর্ণ হয়নি=১; GPA5=৬;
মানবিক: পাশ=১২০; উত্তীর্ণ হয়নি = ১২; GPA5=৩৬;
বিজ্ঞান: পাশ=২২; উত্তীর্ণ হয়নি=১; GPA5=১৮;
শিমুলিয়া কলেজ
বাণিজ্য: পাশ=৪; উত্তীর্ণ হয়নি=১;
মানবিক: পাশ=২৮; উত্তীর্ণ হয়নি = ১০; GPA5=৪;
বিজ্ঞান: উত্তীর্ণ =৭
বাঁকড়া হিজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ
মানবিক: পাশ=৬; উত্তীর্ণ হয়নি = ৪;
বাঁকড়া ডিগ্রি কলেজ, বাঁকড়া
বাণিজ্য: পাশ=৪;
মানবিক: পাশ=২১৬; উত্তীর্ণ হয়নি = ২২; GPA5=১০;
বিজ্ঞান: পাশ=১২; GPA5=১১;
কে.এম.আই.এস মডেল কলেজ
মানবিক: উত্তীর্ণ=১৪; উত্তীর্ণ হয়নি = ২১; GPA5=১
দাখিল
গাজীর দরগাহ ফয়েজাবাদ ফাজিল মাদ্রাসা
বিজ্ঞান: পাশ=৬; GPA5=৩;
সাধারণ: পাশ=৩০; অনুত্তীর্ণ=৩; GPA5=১;
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা
সাধারণ: পাশ=৩১; অনুত্তীর্ণ=১; GPA5=১;
বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসা
সাধারণ: পাশ=১৮; অনুত্তীর্ণ=২;
করিম আলী রঘুনাথপুর এ. খালেক আলিম মাদ্রাসা
সাধারণ: পাশ=১৭; অনুত্তীর্ণ = ৫;
শ্রীরামপুর এসআই আলিম মাদ্রাসা
বিজ্ঞান: পাশ=৫;
সাধারণ: পাশ=২৭; অনুত্তীর্ণ = ৮;
আলহাজ রফি উদ্দিন আলিম মাদ্রাসা
সাধারণ: পাশ=৭; অনুত্তীর্ণ = ৫;
বেজিয়াতলা আলিম মাদ্রাসা
সাধারণ: পাশ=১৯; অনুত্তীর্ণ=২