সৌন্দর্য পিপাসু মানুষের মাঝে ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় প্রথমবারের মতো 'ফুল উৎসব ২০২৩' আয়োজন করছে উপজেলা প্রশাসন ঝিকরগাছা। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে ফুল প্রদর্শনী ও মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী ফুলচাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষক সম্মাননা সহ নানাবিধ কর্মসূচি।
অনুষ্ঠানসূচী
১৯ জানুয়ারি ২০২৩ - বৃহস্পতিবার
বিকাল ৩:৩০ • প্রধান অতিথিসহ অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ।
বিকাল ৩:৪৫ • উদ্বোধনী অনুষ্ঠান।
বিকাল ৩:৪৫ • ফুল প্রদর্শনী ও মেলা।
বিকাল ৫:০০ • প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কর্তৃক মেলার স্টল পরিদর্শন।
বিকাল ৫:৪৫ • সাংস্কৃতিক সন্ধ্যা।
২০ জানুয়ারি ২০২৩ - শুক্রবার
সকাল ১০:৩০ • নারী ফুলচাষীদের সাথে সরকারের উন্নয়ন দর্শন সম্পর্কে উঠান বৈঠক
বিকাল ৩:০০ • শিশুদের 'ফুল' অংকন প্রতিযোগিতা।
২১ জানুয়ারি ২০২৩ - শনিবার
বিকাল ৩:৩০ • নারী নেতৃত্বে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা।
বিকাল ৫:৪৫ • সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৭:০০ • কৃষক সম্মাননা ও সমাপনী।
এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে - ফুল প্রদর্শনী এবং কৃষি প্রযুক্তি প্রদর্শণী (বৃহত্তর কুষ্টিয়া, যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প)