গদখালিতে তিন দিনব্যাপী ফুল উৎসব


সৌন্দর্য পিপাসু মানুষের মাঝে ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় প্রথমবারের মতো 'ফুল উৎসব ২০২৩' আয়োজন করছে উপজেলা প্রশাসন ঝিকরগাছা। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে ফুল প্রদর্শনী ও মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী ফুলচাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষক সম্মাননা সহ নানাবিধ কর্মসূচি। 

অনুষ্ঠানসূচী
১৯ জানুয়ারি ২০২৩ - বৃহস্পতিবার
বিকাল ৩:৩০ • প্রধান অতিথিসহ অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ।
বিকাল ৩:৪৫ • উদ্বোধনী অনুষ্ঠান।
বিকাল ৩:৪৫ • ফুল প্রদর্শনী ও মেলা।
বিকাল ৫:০০ • প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কর্তৃক মেলার স্টল পরিদর্শন।
বিকাল ৫:৪৫ • সাংস্কৃতিক সন্ধ্যা।

২০ জানুয়ারি ২০২৩ - শুক্রবার
সকাল ১০:৩০ • নারী ফুলচাষীদের সাথে সরকারের উন্নয়ন দর্শন সম্পর্কে উঠান বৈঠক
বিকাল ৩:০০ • শিশুদের 'ফুল' অংকন প্রতিযোগিতা।

২১ জানুয়ারি ২০২৩ - শনিবার
বিকাল ৩:৩০ • নারী নেতৃত্বে গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা।
বিকাল ৫:৪৫ • সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৭:০০ • কৃষক সম্মাননা ও সমাপনী।

এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে - ফুল প্রদর্শনী এবং কৃষি প্রযুক্তি প্রদর্শণী (বৃহত্তর কুষ্টিয়া, যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।