ঝিকরগাছায় তাজউদ্দীন আহমদ এর বক্তব্য

স্বাধীন দেশের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল যশোরে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর তারিখে টাউনহল ময়দানের ঐতিহাসিক এ জনসভায় উপস্থিত ছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, সংসদ সদস্য ফণীভূষণ মজুমদার, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবর রহমান সরদার, লেখক এম আর আকতার মুকুল, চলচ্চিত্রকার জহির রায়হান প্রমুখ।

কোলকাতা থেকে সড়কপথে যশোরে আসেন তাঁরা। পথিমধ্যে ঝিকরগাছা'য় এক অনানুষ্ঠানিক পথসভায় বক্তব্য রাখেন তাজউদ্দীন আহমদ। ঝিকরগাছা বাজারে তৎকালীন আওয়ামি লীগ অফিসের সামনে (বর্তমান নিরব স্ন্যাকসের সামনে) ছোট্ট পরিসরে অনুষ্ঠিত হয়েছিল এই পথসভা। সংক্ষিপ্ত এই সভা শেষ করে তারা রওনা হন যশোরের উদ্দেশ্যে। এরপর যশোরের ঐতিহাসিক জনসভা শেষে এ পথেই আবার কোলকাতা ফিরে যান তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।