বসতবাড়ি কিংবা গ্রাম্য হাট, বসঘর কিংবা রান্না ঘর। সন্ধ্যে হলেই যে জিনিস না হলে এক দশক আগেও আমাদের চলতো না তা হলো কুপি বাতি। বৈদ্যুতিক আলোর ঝলকানিতে এখন বিলীন হয়েছে কুপি বাতির ব্যবহার। ঝিকরগাছা জনপদের মানুষে একে ল্যাম্পো বা টেমি নামে চেনে। মূলত ইংরেজি ল্যাম্প (Lamp) শব্দ একসময় মানুষের মুখ মুখে বদলে হয়েছে ল্যাম্পো। এছাড়াও আরও কিছু প্রচলিত নাম আছে এর। এক সময়ের গ্রামীণ জীবনের অন্যতম অনুসঙ্গ আজ বিলুপ্তির পথে।
বাজারে সাধারণত পিতল এবং লোহার (পাতলা টিনের) তৈরি কুপিই বেশি সহজলভ্য ছিল। কুপিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো কেরোসিন। গোলাকার কাঠের তৈরি দেলকোর উপর কুপি বাতি রাখলে চমৎকার আলো পাওয়া যেত।