সফেদা ১ কেজি ১০০ টাকা


সবেদা বা সফেদা

সফেদা ১০ পিচ ১০০ টাকা
দেশে এখন বাণিজ্যিকভাবে সফেদার চাষ শুরু হয়েছে। তবে এখনও ঝিকরগাছা'র ফলের দোকানগুলোর তাকে খুব দেখা যায় না সুমিষ্ট এই ফল। ঝুড়িতে করে কেউ কেউ বিক্রি করেন ফুটপাতে কিংবা ফেরি করে। বাজারে একটু এদিক সেদিক ঘুরলেই, বিশেষকরে হাঁটবারে পেয়ে যাবেন সফেদা বিক্রেতাদের।

সবেদা বা সফেদাকে দেশি ফল বলা হলেও এর আদি নিবাস উত্তর আমেরিকার মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। বিদেশি ফল হলেও উষ্ণমণ্ডলীয় দেশ হওয়ায় বাংলাদেশে সফেদা স্থানীয় ফলগুলোর মতোই ফলনশীল ও সহজলভ্য

📷 এবি ব্যাংকের নিচে, ঝিকরগাছা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।