ঝিকরগাছা থেকে ঢাকার বাস ভাড়া বিড়াম্বনা


ঝিকরগাছা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াতের ভাড়া নিয়ে বিড়াম্বনা

এবছর জুনে পদ্মা সেতু চালু হবার পর ঝিকরগাছা থেকে ঢাকার যোগাযোগে নতুন মাত্রা যোগ হয়েছে। পূর্বের তুলনায় কমেছে দূরত্ব আর ফেরি ঘাটের বিড়ম্বনা থেকে মিলেছে মুক্তি। তবে এ অঞ্চলের মানুষের মনে প্রশ্ন উঠেছে ভাড়া নিয়ে। তাদের দাবী দূরত্ব কমে আসলেও বাসমালিকরা পূর্বের ভাড়াই নিচ্ছেন।

ঝিকরগাছা থেকে বাসে পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে হলে গুনতে হচ্ছে নন-এসি বাসে সিটপ্রতি ৬৫০-৭০০ টাকা এবং এসি বাসে কোচ ভেদে ১০০০-১৬০০ টাকা। সরকার নির্ধারিত মহাসড়কে বাস ভাড়া কিলোমিটার প্রতি ২.৪৬ টাকা। সেই হিসাবে ভাড়া হওয়া উচিত ৪৫০-৫০০টাকা (দূরত্ব ১৮৫ কি.মি. প্রায়)। কিন্তু যাত্রীদের অতিরিক্ত ১৫০-২০০ টাকা গুনতে হচ্ছে। যা নিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ।

সম্মানিত পাঠক, বাসের এই ভাড়া কী যৌক্তিক মনে করেন? আপনার মন্তব্যও প্রকাশ করতে চাই আমরা। আপনার মতামত ই-মেইল করুন - info@jhikargach.com এই ঠিকানায়। অথবা এই লেখার নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।