প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় কিশোর ক্লাসিক সিরিজ 'অদ্ভুতুড়ে'র বই 'ঝিকরগাছায় ঝঞ্ঝাট' গত শতাব্দীর প্রথম ভাগ থেকে ঝিকরগাছা'র হাট নানা কারণে কলকাতার বাইরের বিখ্যাত বাণিজ্যকেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। যার ফলস্বরূপ কলকাতা কেন্দ্রিক সাহিত্যিকদের লেখায় অনেক সময়ই ঝিকরগাছা হাটের প্রসঙ্গ উঠে এসেছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'ঝিকরগাছায় ঝঞ্ঝাট' তারই এক উউল্লেখযোগ্য উদাহরণ। বইটিতে ঝিকরগাছার হাটকে নিয়ে রচিত হয়েছে গল্প। শীর্ষেন্দু বইয়ের শুরুতেই লিখেছেন-
'ঝিকরগাছার হাট হল এ-তল্লাটের সেরা। একধারে গ্যাঁড়াপোতার খাল আর অন্য ধারে মহীনরাজার ঢিবি, মাঝখানে বিশাল চত্বর জুড়ে রমরম করছে হাটখানা। এখানে না পাওয়া যায় এমন জিনিস কমই আছে। পরগনার সব ব্যাপারিই এসে জোটে। তেমনই খরিদ্দারের ভিড়। যেমন বিকি, তেমনি কিনি। সকাল থেকে রাত অবধি কত টাকাপয়সা যে হাতবদল হয় তার লেখাজোখা নেই।'
শুরুটা হাট এবং হাটের অদ্ভুতুড়ে মানুষ নিয়ে হলেও গল্পের বিস্তৃতি ছড়িয়েছে নানা দিকে। রাজা, রাজ্য, হারানো রাজপুত্র, জাদুর বাক্স সবই আছে গল্পে। গল্পের ভেতর থেকে আরেকটু পড়ুন -
'ঝিকরগাছার হাটে এলে রামগোপাল ময়রার দোকানে ছানাবড়া আর রাবড়ি তার বাঁধা। কিন্তু আজ বাক্সটা কিনতে গিয়ে পয়সা সব বেরিয়ে যাওয়ায় সেসব আর খাওয়া হবে না। সে গুটিগুটি তেলেভাজার দোকানের দিকে এগোতে লাগল। ঠিক এই সময়ে ভারী অমায়িক চেহারার গোলগাল একজন লোক তার সামনে ফস করে উদয় হয়ে হাসি হাসি মুখ করে বলল, “আরে! মুখখানা যে বড় চেনা চেনা লাগছে!”
আরেকটু পড়বেন? না আর একটুও নয়। ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে পড়ে নিন ঝটপট - 'ঝিকরগাছায় ঝঞ্ঝাট'