তালগাছের আধিক্যের কারণে একসময় এ অঞ্চলে একসময় প্রচুর তালের ডোঙ্গা তৈরি ও ব্যবহার হতো।
মানুষ মাছ ধরা, শাপলা-শামুক তোলা, পারাপার সহ নানা কাজে ব্যপকভাবে ব্যবহাত করত তালের ডোঙ্গা। যা আমাদের লোকসংস্কৃতির প্রাচীন অনুষঙ্গ।
আগের মতো এর ব্যবহার চোখে না পড়লেও বিল বাঁওড়, পুকুরে কিংবা মাছের ঘেরে আজও ব্যবহৃত হয়।
যশোরের বুকভরা বাওর সংলগ্ন কাটাখালে চোখে পড়লো তেমনি একটা তালের ডোঙার। ডোঙ্গাটি মাছ ধরার কাছে ব্যবহৃত হচ্ছে।