লোকজ খেলনা : পুজোর গাড়ি

পুজোর গাড়ি

পুজোর গাড়ি। ঝিকরগাছার দূর্গা পূজা কেন্দ্রিক মেলায় শিশুদের জন্য অন্যতম আকর্ষণ। জনপ্রিয় এই খেলনা গাড়ি সাধারণত তৈরি হয় বাঁশ ও কাঠের দিয়ে। যা আমাদের লোকসংস্কৃতির অংশ।

ছবিটি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরের দূর্গা পূজা কেন্দ্রিক মেলা থেকে তোলা। দেখা যায়, অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের জন্য এই খেলনা কিনছেন। কথা হয় কয়েকজনের সাথে। আশরাফুল আলম নামে একজন জানান, বাঙলার লোকজ খেলনার সাথে তার বাচ্চাকে পরিচয় করিয়ে দেবার জন্যেই তিনি কিনতে এসেছেন।

তবে অনেক ক্রেতার মুখেই ছিল দাম নিয়ে অস্বস্তি। এবছর কাঠের তৈরি এসব গাড়ি বিক্রি হচ্ছে ৫০-১০০টাকা দামে। বিক্রেতারা বলছেন, এসব তৈরির পেছনে উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য দাম এবার পূর্বের তুলনায় বেশি রাখতে হচ্ছে।

পুজোর গাড়ি শিশুদের মধ্যে আজও সমান জনপ্রিয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।