ছবিটি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরের দূর্গা পূজা কেন্দ্রিক মেলা থেকে তোলা। দেখা যায়, অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের জন্য এই খেলনা কিনছেন। কথা হয় কয়েকজনের সাথে। আশরাফুল আলম নামে একজন জানান, বাঙলার লোকজ খেলনার সাথে তার বাচ্চাকে পরিচয় করিয়ে দেবার জন্যেই তিনি কিনতে এসেছেন।
তবে অনেক ক্রেতার মুখেই ছিল দাম নিয়ে অস্বস্তি। এবছর কাঠের তৈরি এসব গাড়ি বিক্রি হচ্ছে ৫০-১০০টাকা দামে। বিক্রেতারা বলছেন, এসব তৈরির পেছনে উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য দাম এবার পূর্বের তুলনায় বেশি রাখতে হচ্ছে।
পুজোর গাড়ি শিশুদের মধ্যে আজও সমান জনপ্রিয়।