দুই দশক আগেও ঝিকরগাছা জনপদের প্রতিটি গৃহস্থ বাড়ির আঙিনায় দেখা যেত ধানের গোলার। মৌসুমে প্রাপ্ত ধান সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হতো গোলায়। তারপর প্রয়োজন অনুযায়ী তা বের করে মাড়াই করে চাল করা হতো অথবা বিক্রি করা হতো। বস্তা বা ড্রামের চেয়ে গোলায় ধান সংরক্ষণ করলে তা দীর্ঘদিন ভালো থাকে।
গ্রামাঞ্চলের প্রবাদে আছে - "গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ"। কিন্তু ফুরিয়েছে সেই সোনালী দিন। একসময়ের অতি প্রয়োজনীয় ধানের গোলা এখন খুব একটা দেখা যায় না। সময়ের সাথে লড়াই করে যেকয়টা টিকে আছে তার বেশিরভাগই পরিত্যক্ত।
সাধারণত গোলা তৈরিতে বাঁশ ও বেত ব্যবহার করা হয়। চাল তৈরিতে ব্যবহৃত হয় টিন, খড় কিংবা গোলপাতা।
সাধারণত বর্তমানে ধানের গোলার পরিবর্তনে কৃষকেরা বস্তায় কিংবা ড্রামে ধান সংরক্ষণ করে থাকেন।