একনজরে গঙ্গনন্দপুর ইউনিয়ন


গঙ্গানন্দপুর ইউনিয়ন, ঝিকরগাছা উপজেলা

গঙ্গানন্দপুর ইউনিয়ন যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন। এলাকাটি ঝিকরগাছা উপজেলার উত্তর -পশ্চিম দিকে অবস্থিত। কপোতাক্ষ পাড়ের ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয়। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছুটিপুর গ্রাম সংলগ্ন ইউনিয়ন পরিষদ স্থাপন করা হয়েছে। ইউনিয়নটি ১৬টি গ্রাম এবং ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।


ভৌগোলিক অবস্থান

গঙ্গানন্দপুর ইউনিয়ন ঝিকরগাছা বাজার থেকে প্রায় ৯-১০- কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।


তথ্য-উপাত্ত (২০১১ সেনসাস রিপোর্ট)

আয়তন : ৭৫৪৭ একর।

জনসংখ্যা : ২৪৩০৮ জন (পুরুষ ১২০৫৪ জন, নারী ১২২৫৪)। মোট পরিবার ৫৭২৪। মোট জনসংখ্যার ৪৮.৯ শতাংশ ০-২৪ বছর বয়সি এবং ৫১.১ শতাংশ ২৫-৬৫+ বয়সি।

স্বাক্ষরতা : স্বাক্ষরতার হার ৪৭.১ শতাংশ।


গ্রাম সমূহ (মোট ১৬টি)

আটলিয়া, শ্রীচন্দপুর, বালিয়া, ব্যঙদহ, বিশহরি, ছুটিপুর, দত্তপাড়া, গঙ্গানন্দপুর, গোউরসুটি, গোয়ালহাটি, গুলবাগপুর, জিউলিগাছি, কাগমারী, কৃষ্ণচন্দ্রপুর, মাউসা, নবগ্রাম।


বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

মোঃ আমিনুর রহমান

মোবাইল : 01714670380

ফোন (অফিস) : 01714670380


তথ্যচিত্রে গঙ্গনন্দপুর ইউনিয়ন (ম্যাপ)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।