আবহমান গ্রামের চায়ের দোকান


আবহমান চায়ের দোকান

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গ্রাম শিয়ালঘোনা-ধানপোতা। ধানপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশস্ত মাঠ। পাশ দিয়ে রোড চলে গেছে নাভারণ পুরাতন বাজারে। রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান। তখন দুপুরবেলা। বাইরে তপ্ত রোদ। ভেতরে কয়েকজনের চোখ পুরাতন CRT টিভির চৌদ্দ ইঞ্চি স্ক্রিনে। তারা সকলেই পেশায় ভ্যানচালক। চায়ের দোকানে একটু বিশ্রাম নিচ্ছেন। 

টিভিতে চলছে পুরানো বাংলা সিনেমা। সিনেমার প্রতি প্লটে মন্তব্য করছেন দর্শকরা। বোঝা গেলো এই সিনেমা তাদের আগেও কয়েকবার দেখা। 

দোকানি নিজেও চা বানানোর ফাঁকে ফাঁকে চোখ রাখছেন সিনেমায়। টানছেন সিগারেট। এ যেন বাংলার আবহমান চায়ের দোকান....



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।