ঝিকরগাছা হতে যশোর বেনাপোল হাইওয়ে ধরে গদখালি, নবীননগর পেরিয়ে চারাতলা গ্রাম। চারাতলা-শিমুলিয়া রোড দিয়ে একটু আগালেই বাবু ভাইয়ের পুরির দোকান। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভীড়। কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র, শিক্ষক সবারই পছন্দ বাবু ভাইয়ের স্পেশাল ডাল-পুরি। পুরির সাথে পাওয়া যাবে চাটনি ও ঝাল ভর্তা। আহ, দেখলেই নিজেকে সামলানো কঠিন।
প্রতিটি পুরির দাম - ০৫টাকা। চাটনি এবং ঝাল ভর্তা ফ্রি।
তবে বাবু ভাইয়ের পুরি খেতে হলে আপনাকে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি যতই ঘুম প্রিয় মানুষ হোন না কেনো, সকাল ৭ঃ৩০ এর আগে না পৌঁছালে পুরি হাওয়া! কারণ এই সময়ের মধ্যেই তার পুরির বিকিকিনি শেষ হয়ে যায়। সাপ্তাহিক ছুটির (শুক্রবার) দিনে দোকান বন্ধ থাকে। এছাড়াও মন-মেজাজ ভালো না থাকলে বাবু ভাই দোকান খোলেন না।
কীভাবে যাবেন?
ঝিকরগাছা বাজার থেকে বেনাপোল গামী বাসে উঠে চারাতলা যাওয়া যাবে। দূরত্ব ৮ কিলোমিটার। বাস ভাড়া ১৫৳।