ঝিকরগাছার গান | Official Song of JhikargachaDotCom




খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রতিনিয়ত অকারণে যে পরিমাণে অনর্থক হত্যাকান্ড চলে- যে পরিমাণ বর্ণবৈষম্যের চর্চা হয়- যে পরিমাণ পরিশীলিত দূর্ণীতি চলে, চলে অনর্থনৈতিক কাগুজে লিগালাইজেইশান- সেই তুলনায় আমাদের বাংলাদেশ জাতিগতভাবে সমৃদ্ধ। আমাদের আছে মেধাবী তরুণ জনগোষ্ঠী। শুধু দরকার তাদের উৎসাহ, পৃষ্ঠপোষকতা। 

বাংলাদেশের এক কোণে ঝিকরগাছা উপজেলা। এখানকার একঝাঁক তরুণের কর্মপ্রয়াস Jhikargacha.com 

ঝিকরগাছা ডট কম- এর সাথে সংশ্লিষ্ট তরুণেরা ঝিকরগাছা উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, চলমান সংস্কৃতির রূপ এবং ভেদ নিয়ে অভেদ্য লক্ষ্যে কাজ শুরু করেছে। আবহমান বিশ্ব সেখন থেকে বাদ পড়ছে না কিন্তু! 

ঝিকরগাছার জন্য তারা তৈরি করেছে গান। সেই গানের ভিডিওগ্রাফি করেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।