ঝিকরগাছা বাজারের পুরানো ছাগলহাটা রোডে প্রতি হাটবার অর্থাৎ রবি ও বৃহস্পতিবার বসে শাক-সবজির চারা বিক্রির পসরা। মৌসুম অনুযায়ী সকল শাক-সবজির চারা পাওয়া যায় এখানে।
কথা হলো বিক্রেতাদের সাথে। বিক্রেতা আব্দুল রহিম এসেছেন নাভারণ থেকে। তিনি বিক্রি করছেন বেগুন ও ঝালের চারা। বেগুণের চারা পণ প্রতি ৮০টাকা এবং ঝালের চারা পণ প্রতি ৪০টাকা। পণ ছাড়াও খুচরা চারাও বিক্রি করেন তিনি।
আরেকজন বিক্রেতা বিক্রি করছেন কয়েক প্রজাতির ঝালের চারা- কালমেঘ ঝাল (২টাকা প্রতিটি), মাগুরা ঝাল (২টাকা প্রতিটি) এবং কুলঝাল (২০টাকা প্রতিটি)। তিনি জানালেন, সাধারণত চাষের জন্য কৃষকরা ছাড়াও নিজ আঙিনায় রোপণ ও ছাদ বাগানের জন্য চারা কিনতে ক্রেতা আসেন তাদের কাছে।