যশোরের বিলুপ্ত একশিঙ্গি গণ্ডার


যশোরে গন্ডার!!
আপনি জানেন কী, একসময় যশোরের বনে-জঙ্গলে ছিল গণ্ডারের বসবাস?

একদা যশোরে ছিল জাভান প্রজাতির একশিঙ্গি গণ্ডারের বসবাস। Javan rhinoceros সুন্দরবন, যশোর থেকে বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত এলাকায় বসবাস করত। ১৯ শতকের মাঝামাঝি সময়ে সুন্দরবন ও যশোর থেকে শিকার করা এমন ১১টি একশিঙ্গি ছোট গন্ডার কলকাতা, বার্লিন ও লন্ডন জাদুঘরে বৃটিশ সরকার কর্তৃক নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য পৃথিবীতে বুনো পরিবেশে পাঁচ প্রজাতির গন্ডারের বাস। যার তিনটি ছিল এশিয়ায়। এশিয়ার তিনটি গন্ডার প্রজাতির সবই ছিল আমাদের দেশে। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে বাংলাদেশ থেকে গন্ডার বিলুপ্ত হয়ে গেছে।

বাংলাদেশে শেষ গণ্ডার ধরা পরে চট্টগ্রামে। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। চোরাবালিতে আটকে দুর্বল হয়ে পড়েছিল গন্ডারটি।  তৎকালীন ব্রিটিশ সরকারের ক্যাপ্টেন হুড ও মি. উইকস আটটি হাতি নিয়ে ১৬ ঘণ্টা কঠোর চেষ্টার পর এটিকে বন্দী করে। এরপর ১৮৭২ সালে ৫ হাজার পাউন্ডের বিনিময়ে তা বিক্রি করে দেয় লন্ডম চিড়িয়াখানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।