বানর চিকিৎসা | 🐒🐒🐒
আগে ঝিকরগাছা'র গ্রামে-গঞ্জে দেখা যেত এধরণের বানর চিকিৎসকদের। বানর দিয়ে রোগ নির্ণয় করে দেয়া হতো নানা রকমের টোটকা চিকিৎসা কিংবা তাবিজ-কবচ। বিনিময়ে নেয়া হতো ১০-২০টাকা। মূলত যা ছিল বানর মালিকদের ভন্ডামি এবং কৌশল।
দিন বদলেছে। মানুষ হয়েছে সচেতন। এখন আর কেউ এসব বানর চিকিৎসায় বিশ্বাস করে না। তাই প্রায় বিলুপ্ত হয়েছে এই পেশা। পেশা বদলে ফেলেছে তাদের অনেকেই।
📷 বাবুপাড়া, গদখালি থেকে তেমনি এক বানর চিকিৎসকের ছবি তুলেছেন - সিয়াম ফারদিন/ঝিকরগাছাডটকম