বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার

১৯১১ সালের ০৫ মে মঙ্গলবার চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 'রাণী' তার ডাকনাম।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গ-এ জন্ম নেয়া এই বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন দেন। 

প্রীতিলতার শৈশব কাটে মামাবাড়িতে। ছাত্রী হিসাবে ছিলেন খুবই মেধাবী । ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন করার পর ১৯২৯ সালে ঢাকা ইডেন মহিলা কলেজে ভর্তি হন। আই.এ. পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে পঞ্চম স্থান লাভ করেন।। 'ঝাঁসীর রাণী লক্ষীবাই' এর জীবণী পড়ে তিনি শৈশবে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। স্বপ্ন দেখতেন বিজ্ঞানী হবার।

তার পিতার চাকরি চলে গেলে তিনি শিক্ষাকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য হন। তিনি টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস এবং রিজার্ভ পুলিশ লাইন দখল অভিযানে যুক্ত ছিলেন।

১৯৩২ খ্রিষ্টাব্দে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। ক্লাবের সামনে লেখা ছিল ' কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ '।  প্রীতিলতার দলটি সেই ক্লাবটি আক্রমণ করে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর। তার আত্মাহুতির স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ২০১২ সালের ২ অক্টোবর প্রীতিলতার ব্রোঞ্জমুর্তি উন্মোচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।