মিশুক মুনীর : টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ


মিশুক মুনীর। পুরোনাম আশফাক  মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। ২৪ সেপ্টেম্বর ১৯৫৯ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী তার পিতা। তিনি একাধারে সাংবাদিক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র ভিডিওগ্রাহক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাকে "বাংলাদেশর টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ" বলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করে সেখানেই শিক্ষাকতা পেশা গ্রহণ করেন। মিশুক মুনীর ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রথম যাত্রায় হেড অফ নিউজ অপারেশনের দায়িত্ব নিয়ে দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার জন্ম দেন। নিজ হাতে গড়ে তোলেন একুশে টেলিভিশনের সংবাদ টিম। ২০০১ সাল পর্যন্ত তিনি একুশে টেলিভিশনের বার্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে কানাডীয় সাংবাদিক পল জেয়োর সাথে গড়ে তোলেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন 'রিয়েল নিউজ নেটওয়ার্ক'। ২০১০ সালে তিনি 'এটিএন নিউজ' এর প্রধান কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দক্ষিণ -পুর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার 'তারেক মাসুদ' পরিচালিত ছবি 'রানওয়ের' প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও 'রিটার্ন টু কান্দাহার, ওয়ার্ডস অব ফ্রিডম' শীর্ষক প্রামাণ্যচিত্রেও কাজ করেছেন তিনি।
২০১১ সালের ১৩ই আগস্ট 'কাগজের ফুল' নামক চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখে ফেরার পথে ঢাকা -আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।  ঘটনাস্থলেই তিনি সহ তারেক মাসুর ও তার সহকর্মীরা মৃত্যুবরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।