সাদা এলাচ, বিট লবন, জিরা ফল, শুকনা ঝাল দিয়ে তৈরি স্পেশাল মশলা মাখিয়ে বানানো চালতার আচার বিক্রি করছেন আমিরুল ইসলাম। সর্বনিম্ন ১০ টাকা দরে। ওজনেও বিক্রি করছেন তিনি। ১০০গ্রাম চালতার আচার ২৫টাকা। চালতার এই আচার তিনি ঝিকরগাছা'য় বিক্রি করতে এনেছেন পাবনা জেলার ভাঙ্গোরা থেকে।
ঝিকরগাছা বাজারের কাউন্সিল রোড থেকে ছবি তুলেছেন রাহিম শাহরিয়ার/ঝিকরগাছাডটকম।
ছবিতে দেখুন -