জেলা সদর থেকে দূরত
ঝিকরগাছা উপজেলা যশোর জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত, ভৌগোলিক অবস্থান
উত্তর অক্ষাংশের ৮৯°০৪' এবং ২২°৫৭' উত্তর অক্ষাংশ এর মধ্যে ৮৯°০৭' এবং ৮৯°২২' পূর্ব দ্রাঘিমাংশ মধ্যে অবস্থিত।
আয়তন
এই উপজেলার আয়তন ৩০৮.০৮ বর্গকিলোমিটার।
পাশ্ববর্তী উপজেলা
পূর্বে মনিরামপুর উপজেলা, পশ্চিমে শার্শা উপজেলা, উত্তরে চৌগাছা উপজেলা এবং দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা।